লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্য রেখায় কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ বিজিবির বাধায় বন্ধ রাখতে বাধ্য হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্যরা। বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। বিস্তারিত রিপোর্টার বাংলাদেশের ভারতীয় সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে নো ম্যাচ ল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ করতে গেলে তাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জোটিসিনহো এলাকায় এই নির্মাণ কাজ চলাকালে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদ জানান। পরে তীব্র বাঁধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হন বিএসএফ সদস্যরা। বুধবার সন্ধ্যায় রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান ডিএমপি পিলার ৮ নম্বরের ৫১ নম্বর সাব-পিলার দহগ্রাম সরকারপাড়া এলাকায় শূন্যরেখায় সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছিল। জোটিসিনহো সংলগ্ন এলাকায় ভারতের পশ্চিমবঙ্গের বিএসএফের ছয় ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যদের সহায়তায় ভারতীয় ১৫ থেকে ২০ জন নাগরিক অবৈধভাবে এই কাজ করছিলেন।
বিজিবির দহগ্রাম ক্যাম্পের টহল দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দিলে বিএসএফ সদস্যরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রাখেন। তবে পরে তারা আবার কাজ শুরু করলে বিজিবি সদস্যরা পুনরায় তীব্র প্রতিবাদ জানান। এক পর্যায়ে নির্মাণ কাজ বন্ধ রেখে শ্রমিকরা ভারতের অভ্যন্তরে ফিরে যান। আধা ঘণ্টা পর নির্মাণ কাজের মালামাল ও সরঞ্জাম ভারতের ভেতরে নিয়ে যান বিএসএফ সদস্যরা।
এ ঘটনায় বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়ন জানায়, তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। পুরো সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত আইন না মেনে শূন্যরেখায় বিএসএফের সহায়তায় কোনো স্থাপনা নির্মাণ করতে দেবে না বিজিবি। জোটিসিনহো এলাকায় ঘটনার গুরুত্ব বিবেচনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে লিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।