বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েকজন নেতার ফেসবুক আইডি ডিজেবল করে রাখা হয়েছে। বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজ ও গ্রুপে এই তথ্য জানানো হয়।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও বুধবার রাত ১০:৩০ টার পর সার্চ করে পাওয়া যায়নি। এ বিষয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ জানান, গতকাল বিকেলে হঠাৎ একটি মেসেজ পান যে তার আইডিটি ডিজেবল করার চেষ্টা করা হচ্ছে। পরে সিকিউরিটি আপডেট করলেও মেটার পক্ষ থেকে তাকে জানানো হয় যে তার আইডিটি সাসপেন্ড করা হয়েছে। এজন্য তিনি আওয়ামী আইটি সেলের সাইবার হামলাকারীদের দায়ী করেছেন।
এর আগে “ক্র্যাক প্লাটন বাংলাদেশ সাইবার ফোর্স” নামে একটি পেইজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেইজ ডিজেবল করা হয়েছে বলে দাবি করা হয়। “আমরা যারা ছিলাম ভোকাল হিসেবে, আমাদের আইডিগুলো নষ্ট করে দেওয়ার জন্য তারা সংঘবদ্ধভাবে এই কাজটি করে যাচ্ছে,” উল্লেখ করেন এক আন্দোলনকারী।
তিনি আরও বলেন, “আমার মনে হয় সাইবার স্পেসের মানুষ, বিশেষ করে সিকিউরিটি এক্সপার্টরা, এই বিষয়গুলো সতর্কতার সাথে ডিল করা উচিত।”