হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি
কোনদিন কোন মন্ত্রণালয় বা কোন দেশ পরিচালনার দায়িত্ব করতাম। আমি জানি না, আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে। বাট যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য।
মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা।