কানাডায় মা-বাবা বা দাদা-দাদীকে স্থায়ী বসবাসের জন্য স্পন্সর করার সুযোগ বন্ধ হচ্ছে। ২০২৪ সালে যারা আবেদন করেছিলেন, তাদের প্রক্রিয়াগুলো দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন দেশটির অভিবাসন মন্ত্রী। তবে নতুন করে এ ধরনের স্পন্সরশিপ আবেদন আর গ্রহণ করা হবে না।
কানাডায় অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (IRCC) জানিয়েছে, চলতি বছর আর কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না। যাঁরা আগে থেকেই আবেদন করেছেন, তাঁদের আবেদন প্রক্রিয়া চলমান থাকবে।
স্পন্সরশিপ কর্মসূচি বন্ধ থাকলেও বিকল্প হিসেবে সুপারভিসা কর্মসূচি চালু থাকবে। এই কর্মসূচির আওতায় স্থায়ী বাসিন্দাদের স্বজনরা কানাডায় পাঁচ বছর পর্যন্ত বসবাসের সুযোগ পাবেন।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে কানাডার আবাসন এবং স্বাস্থ্য সেবার ওপর চাপ বেড়ে যাওয়ায় সরকার এ ধরনের কঠোর পদক্ষেপ নিয়েছে। ফলে চলতি বছর পিআর (স্থায়ী বাসিন্দা) অনুমোদনের হার ২০ শতাংশ হ্রাস পাবে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে এ সংখ্যা আরও কমতে পারে।
অভিবাসনবান্ধব নীতির জন্য পরিচিত কানাডা, তবে বর্তমান পরিস্থিতি সামলাতে এমন পরিবর্তন আনতে বাধ্য হয়েছে।